বাংলা৭১নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, মিরপুর-ভেড়ামারা জিকে সড়কের গোবিন্দগুনিয়া গ্রামে একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এম