বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
অবশেষে কাজী নজরুলকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি একদিনে ইউক্রেনের ১২০০ সৈন্য-যুদ্ধবিমানসহ ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু মারা গেছেন বিজয়ের ব্যাটে রাজশাহীর প্রথম জয়, দ্বিতীয় হার ঢাকার বাদ মহিউদ্দিন চৌধুরী, শহীদ ওয়াসিমের নামে হলো চট্টগ্রামের উড়ালসড়ক উত্তেজনার পারদ ছড়ানো ম্যাচে মুখোমুখি রংপুর-বরিশাল প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে ইপিআর নির্দেশিকা প্রণয়ন করা হবে শিক্ষকতাকে প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে : হাসনাত ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কিনবে সরকার বাংলা‌দেশি-ভারতীয় আটক জেলেদের হস্তান্তর ৫ জানুয়া‌রি হাসপাতালে পরিবারের সবাই, অভিনেত্রী অঞ্জনা সংকটাপন্ন এক সমন্বয়কের নেতৃত্বে প্রশাসন ভবনে তালা, অবরুদ্ধ শিক্ষক-কর্মচারী আহত রাতুলকে বিজিবির সহায়তা বিএফআইইউয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রাঙ্গামাটিতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি, ইউপিডিএফ সদস্য নিহত বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কিল্লা নির্মাণে দুর্নীতির অনুসন্ধান দুদকের জালে ডাকের সাবেক ডিজি সুধাংশু শেখর ভদ্র মধুমতীর পানি বাড়ায় ভাঙনের কবলে ‘স্বপ্ন নগর’ আশ্রয়ণ প্রকল্প যশোরের মাহফিলে আসুন, দেখা হবে, কথা হবে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

‘‌আন্টি’ বলায় বেজায় চটেছেন কারিনা, পাল্টা জবাব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ২৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:  আরবাজ খানের আসন্ন ওয়েব শো পিঞ্চে অংশ নিয়েছেন অভিনেত্রী কারিনা কাপুর। এই অনুষ্ঠানটিতে সেলেবরা তাঁদের সোশ্যাল মিডিয়া এবং ট্রোলিং সম্পর্কে কথা বলবেন। কারিনা সবসময়ই তাঁর পোশাক নির্বাচন বা নানা দৃশ্যে তাঁর অভিনয় নিয়ে ট্রোলিং–এর মুখে পড়েন। সম্প্রতি এমনই একটি ট্রোলিং পোস্টে এক নেটিজেন তাঁর মন্তব্যে ‘‌আন্টি’‌ বলেন অভিনেত্রীকে। আর তাতেই বেজায় চটেছেন তৈমুরের মা।

ওই নেটুজেন লিখেছেন, ‘‌আপনি এখন আন্টি হয়ে গেছেন, বাচ্চা মেয়ের মতো কাজ করবেন না।’‌ আরবাজের শোয়ের ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে কারিনা এই মন্তব্য পড়ার পরে খানিকক্ষণ হাসেন, কিন্তু তারপর ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘‌লোকেরা মনে করেন যে সেলিব্রিটিদের কোন আবেগ বা অনুভূতি নেই। সাধারণ মানুষ সেলিব্রিটিদের অনুভূতির বিষয়ে অজ্ঞ। যেন সেলিব্রিটি, অভিনেতা, অভিনেত্রীদের কোন অনুভূতি থাকতে নেই। আমাদের কেবল সবকিছুই মেনে নিতে হবে।’‌

করণ জোহর, সোনম কাপুর, সোনাক্ষী সিনহা, নওয়াজউদ্দীন সিদ্দিকী, কপিল শর্মা এবং অন্যান্য সেলিব্রিটিদেরও এই শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাঁরা সবাই তাঁদের ছবি বা ভিডিওর নানা ট্রোলিং মন্তব্য পড়ে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। সাম্প্রতিক অতীতেও করিনার বেশ কয়েকটি ছবিতে তাঁকে বাজেভাবে ট্রোলড করা হয়েছে। কয়েক মাস আগে একটি সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘‌যাকে যেটা পরে ভালো দেখায় সেটাই পরা উচিৎ। আমি জানি না মায়ের পোশাক বলে আলাদা কিছু হয় কিনা!’‌ কারিনা বলেন, ‘‌মাতৃত্ব মানে একজন মহিলার নিজের সর্বস্ব ছেড়ে দেওয়া নয়।’‌

গর্ভাবস্থায় র‌্যাম্পে হাঁটার জন্য এবং ঘন ঘন বাইরে যাওয়ার জন্যও কারিনার সমালোচনা করা হয়েছিল। কারিনা এ প্রসঙ্গে বলেন, ‘‌আমি যখন গর্ভবতী ছিলাম, তখন আমার সম্পর্কে অনেক কথাই উঠেছিল।’‌ তৈমুরের জন্মের পর, কারিনাকে ছেলেকে ছেড়ে জিমে যাবার এবং পার্টিতে যোগ দেওয়ার জন্যও বাজে ভাবে ট্রোল করা হয়।

কারিনা এর জবাবে বলেন, ‘‌বন্ধুদের সঙ্গে বেরনো বা পার্ট করা, এর সঙ্গে খারাপ মা ভালো মায়ের যোগ নেই। মাতৃত্বের অর্থ এই নয় যে, একজন মহিলাকে নিজের সর্বস্ব ছেড়ে দিতে হবে।’‌ কারিনা কাপুর বর্তমানে অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘গুড নিউজ’‌ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। পরবর্তীতে ‘তখত’‌ সিনেমাতে দেখা যাবে তাঁকে। তিনি সম্প্রতি রেডিও জকি হিসাবেও কাজ করছেন।

বাংলা৭১নিউজ/সূত্র: আজকাল পত্রিকা অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com