বাংলা৭১নিউজ,(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলাসহ নয় মামলার আসামি আনিছুর রহমান রঞ্জু সরকারকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রঞ্জু সরকার উপজেলার পাকেরদহ গ্রামের মুজিবুর রহমান সরকারের ছেলে।
মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সামিউল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনিছুর রহমানকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। রোববার ভোরে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জুর বিরুদ্ধে মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি থানায় মাদক, জুয়া, বিস্ফোরক, সস্ত্রাসী ও হত্যা মামলাসহ নয়টি মামলা রয়েছে। রঞ্জু হত্যা মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/পিআর