বাংলা৭১নিউজ,ডেস্ক: ৯২ জন আরোহী নিয়ে রাশিয়ার সোচি থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে রুশ সামরিক বিমান ‘টি.ইউ-ওয়ান ফাইভ ফোর’। বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের সোচি উপকূলে পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৮৩ যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিলো বিমানটি। এতে নয়জন সাংবাদিক এবং সামরিকবাহিনীর বাদক দল ছিলো, যারা সিরিয়ায় নববর্ষ উপলক্ষে কনসার্টে যোগ দিতে যাচ্ছিলো। সোচির বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধ্বংসাবশেষ পাওয়ার খবর নিশ্চিত করে। বিমানের ধ্বংসাবশেষের আশপাশে উদ্ধার কর্মীরা জীবিত কাওকে খুঁজে পায়নি।
বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে, বিমান উড্ডয়নের আগে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেয়া উচিত ছিলো তা নেয়া হয়নি বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে তদন্ত কমিটি।
বাংলা৭১নিউজ/এসএইস