বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আট লাখ টাকা ছিনতাই করতে গিয়ে গণধোলাই খেলেন এক পুলিশ কনস্টেবল।
বুধবার সন্ধ্যায় ক্ষেতলাল উপজেলার বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম মহিদুল ইসলাম (৪০)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানায় কর্মরত বলে জানা গেছে।
এ সময় পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মোটরসাইকেলে তাদের পিছু নিয়ে বটতলী ব্রিজ এলাকায় পৌঁছে ওই ব্যবসায়ীকে থামতে বলেন।
এর পর ওই পুলিশ কনস্টেবল মাদক মামলার ভয় দেখিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
এ সময় ব্যবসায়ী ও তার কর্মচারীর চিৎকারে স্থানীয় জনতা ছুটে এসে পুলিশ সদস্য মহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পাঁচবিবি থানা পুলিশের ওসি বজলার রহমান জানান, অভিযুক্ত মহিদুলকে এমন কোনো মামলার আসামি ধরতে নির্দেশ দেয়া হয়নি। মহিদুল নিজ কর্মস্থল ছেড়ে কেন অন্য থানাধীন এলাকায় গেলেন সেটিও তার বোধগম্য নয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশলাইনে ক্লোজ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা৭১নিউজ/এসন