বাসচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজ নিহতের ঘটনায় পাঁচদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আটকে থাকার পর আট লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে সেলফি পরিবহনের ১৫টি বাস ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে বাসগুলো ক্যাম্পাস ছাড়ে।
সেলফি পরিবহন কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফিসহ কয়েকজন আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর আট লাখ টাকা ক্ষতিপূরণে উভয়পক্ষ সম্মত হলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, সেলফি পরিবহনের মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর আট লাখ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে সরকারি খাত থেকে আরও পাঁচ লাখ টাকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকার ধামরাইয়ে পরিবহনটির একটি বাসের চাপায় সাবেক শিক্ষার্থী রুবেল পারভেজসহ তিনজন নিহত হন। এ ঘটনার জেরে শিক্ষার্থীরা সেলফি পরিবহনের বাসগুলো আটকাতে শুরু করেন। একে একে ২৫টি বাস আটকিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসেন তারা।
শিক্ষার্থীরা প্রথমদিকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করলে তিন লাখ টাকা দেওয়ার কথা জানায় পরিবহন কর্তৃপক্ষ। এরমধ্যে কয়েকটি বাস ছেড়ে দেওয়া হলেও ১৫টি বাস ক্যাম্পাসে আটকে রাখা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ