বাংলা৭১নিউজ,(আখাউড়া)প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে টানা আট দিন বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি ফের শুরু হয়েছে।
শনিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে লকডাউনের কারণে বাংলাদেশ ও ভারতে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এপার-ওপার হলেও স্বাভাবিক যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ২২মে থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত টানা আট দিনের জন্য বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার সকাল থেকে আবারও ভারতে পণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে কয়লা, পাথর, সিমেন্ট ও ভোজ্যতেল বোঝাই অর্ধশতাধিক ট্রাক ভারতে প্রবেশের জন্য বন্দর এলাকায় অপেক্ষা করেছে। এতে স্থানীয় শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা (এসআই) আবদুল হামিদ জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের কারণে বাংলাদেশ ও ভারতে আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এপার-ওপার হলেও স্বাভাবিক যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
বাংলা৭১নিউজ/জেডএ