বাংলা৭১নিউজ,ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, খুব শিগগির দেশে বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার ও হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
শুক্রবার জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, বিশেষায়িত আটটি ক্যানসার ও আটটি কিডনি হাসপাতাল নির্মিত হলে রোগীদের চিকিৎসা নিতে আর বিদেশে যেতে হবে না। তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম শিগগিরই সরবরাহ করা হবে। আশা প্রকাশ করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সপ্তাহের মতোই বছরের অন্য দিনগুলোতে হাসপাতালের চিকিৎসা ভালো হবে। তিনি বলেন, শিগগিরই ৭০০ জনেরও বেশি চিকিৎসককে পদোন্নতি দেয়া হবে।
বাংলা৭১নিউজ/এইচ.এস