বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে, ফারাক্কা পরিদর্শন শেষে আবুল হোসেন জামায়াত নেতাদের মারধর, ৪ নেতাকে শোকজ করল বিএনপি পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদ বদল পুতুলের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের তথ্য লুকানোর চেষ্টা! চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত ট্রাম্পের নতুন শুল্কে আরও তীব্র চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ ৭ মাস পর শহীদ আসিফের মরদেহ পেলো পরিবার ৮৬ লাখ টাকা পাচার করেছেন সাদিক অ্যাগ্রোর ইমরান: সিআইডি বাংলাদেশ সম্পর্কে জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন করবেন তুর্ক তিন দফা কমানোর পর ফের বাড়লো সোনার দাম সার্বিয়ার সংসদে গ্রেনেড নিক্ষেপ, এমপির স্ট্রোক ‘এনআইডি সেবা অবশ্যই ইসির অধীনে থাকা উচিত’ ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা এক ন্যাশনাল সিস্টেমেই হবে ভ্যাটের যাবতীয় কাজ : এনবিআর চেয়ারম্যান ভারতীয় ভিসা নিয়ে কোনো সুখবর নেই চার বছর চেষ্টার পর আকাশে উড়লো জুলহাসের বিমান ঢাকায় সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা বাতিল শিক্ষায় নতুন উপদেষ্টা নিয়োগের কারণ ওয়াহিদউদ্দিনের ‘অপারগতা’

৭ মাস পর শহীদ আসিফের মরদেহ পেলো পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

দীর্ঘ সাত মাস মর্গে থাকার পর সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আসিফ হোসাইনের (১৯) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে আদালতের নির্দেশে পুলিশ মরদেহ হস্তান্তর করে।

শহীদ আসিফ সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে তিনি শহীদ হন।

সিরাজগঞ্জ শহরের ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুস্তাকিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসিফের পরিচয় শনাক্ত করা হয়। আসিফের বাবা ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে বিচারক পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের আদেশ দেন। আদেশের পর কিছু প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আদালতে দাখিল করা ওই আবেদনে নজরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার ছেলে একজন সক্রিয় কর্মী ছিল। নজরুলের ধারণা, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চিহ্নিত কিছু অস্ত্রধারী সন্ত্রাসীদের দিয়ে তার ছেলেকে হত্যার পর নিজ বাড়ির শৌচাগারে লুকিয়ে রেখেছিল।

আসিফের মামা শাহীন সেখ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট অন্য ছাত্রদের সঙ্গে মিছিলে অংশ নেয় আসিফ। যাওয়ার সময় মাকে বলে যায় সে আন্দোলনের মিছিলে যাচ্ছে। শহরের চৌরাস্তা মোড় এলাকায় সে মিছিলে অংশ নেয় এবং অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছিল।

কিন্তু দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন হঠাৎ বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। আত্মীয়স্বজনের বাসাসহ বিভিন্ন জায়গায় খুঁজেও আসিফকে পাওয়া যায়নি। পরে বিষয়টি পুলিশকে অবগত ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনার পরদিন ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরীর বাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এর মধ্যে একটি আসিফের মরদেহ বলে দাবি করে পরিবার। পরে আদালতে ডিএনএ পরিক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com