সোমবার, ২০ মে ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্যসেবার আওতাধীন খাতে ইউজার ফি আদায়ে নীতিমালার সুপারিশ ই-বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে সরকার প্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের সহজলভ্য উৎস খোঁজার তাগিদ প্রতিমন্ত্রীর বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএফ সদস্য নিহত সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি টেকসই উন্নয়নে সময়োপযোগী আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য জামিন নামঞ্জুর, কারাগারে ইশরাক ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পুলিশ কর্মকর্তা কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা বাবাকে খুঁজে পেতে ঝিনাইদহ-৪ আসনের এমপির মেয়ে ডিবিতে কালশী ট্রাফিক বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা কমলাপুর আইসিডি’র নিয়ন্ত্রণ নৌপরিবহন মন্ত্রণালয়কে নিতে সুপারিশ ভোট কম পড়ার বড় ফ্যাক্টর বিএনপি : ইসি আলমগীর অভিবাসী কর্মীদের টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার

৭ মাসে বিদেশ গেছে ৪,৬০,৯৫৪ কর্মী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৭ মাসে বাংলাদেশ থেকে ৪ লাখ ৬০ হাজার ৯৫৪ জন কর্মী বিদেশে গেছেন বলে
জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুারুল ইসলাম বিএসসি।আজ বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ২০১৬ সালের জুলাই থেকে গত জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৪ লাখ ৬০ হাজার ৯৫৪ জন কর্মী বিদেশে গেছে।
তিনি বলেন, বিশ্বের ৮৩টি দেশের মধ্যে সৌদি আরবে ১ লাখ ৩০ হাজার ৪৮৪ জন,ওমানে ৯৬ হাজার ১৫ জন, কাতারে ৬১ হাজার ৭৫৪ জন, বাহরাইনে ৫০ হাজার ৮ জন,
কুয়েতে ৩৩ হাজার ৭ জন, সিঙ্গাপুরে ২৭ হাজার ৬৬৬ জন, মালয়েশিয়াতে ১৫ হাজার ৪৩৪ জন, মালদ্বীপে ১১ হাজার ৭৬৬ জন, জর্ডানে ১১ হাজার ৯০৪ জন,লেবাননে ৮ হাজার ২৩৩ জন, ব্রুনাইতে ৩ হাজার ৮৩৩ জন, সংযুক্ত আরব আমিরাতে ২ হাজার ৬শ’ জন, ইরাকে ১ হাজার ৮৩৫ জন ও মৌরিশাসে ২ হাজার ৪৪০ জন বাংলাদেশের কর্মী পাঠানো হয়েছে।

দেশের বাণিজ্য ঘাটতি৪ হাজার ৭৬৩ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলার সরকারি দলের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সর্বোচ্চ ৪ হাজার ৭৬৩ দশমিক ২৮ মিলিয়ন ইউএস ডলার। এরপরই পাকিস্তানের সাথে ৪৬০ দশমিক ৪৩ মিলিয়ন, ভুটানের সাথে ১৬ দশমিক ৮৬মিলিয়ন, শ্রীলংকার সাথে ১৪ দশমিক ৫৫ মিলিয়ন, আফগানিস্তানের সাথে ১ দশমিক ৩২ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে একমাত্র নেপালের সাথে ৮
দশমিক ৪৮ মিলিয়ন ইউএস ডলার বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।তিনি আরও বলেন, ভারত থেকে মুলধনী যন্ত্রপাতি, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল,নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানির অপরিহার্যতার কারণে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশি। তবে এ বাণিজ্য ঘাটতি পূরণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে যুগোপযোগী রফতানি নীতি ২০১৫-১৮ প্রণয়ন, সার্কভুক্ত দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা দূর করা, শুল্কমুক্ত সুবিধা প্রচলন, রফতানির ক্ষেত্রে নগদ সহায়তা, বাংলাদেশ-ভারত-
ভুটান-নেপালের মধ্যে বিদ্যুৎ, পানি সম্পদ, ট্রানজিট ও কানেকটিভিটি বিষয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন।

বাংলা৭১নিউজ/এএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com