আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেইনি চিকিৎসকদের দাবি আদায়ের আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দীন আহমেদ।
রবিবার (১৬ জুলাই) বিকাল ৩ টা ৪৫ মিনিটে তিনি ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি আদায়ের আশ্বাস দেন উপাচার্য।
তিনি বলেন, ‘আমি তোমাদের দাবিগুলো সম্পর্কে অবগত। তোমাদের বকেয়া ভাতা ও নিয়মিত ভাতার দাবি আমরা সম্পূর্ণ করেছি। আমি তোমাদের দাবি নিয়ে অতীতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গেও একবার কথা বলেছি। ভাতা বৃদ্ধি করতে হলে সরকারকে বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে হবে।
আজকে তোমাদের দাবির বিষয়ে আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে মিটিং করে আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো। তোমরা আগামী এক সপ্তাহের জন্য রাজপথ থেকে সরে যাও। প্রয়োজনে আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বৃহস্পতিবারের মধ্যে তোমাদের একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো।’
এরপর বেলা ৫টার দিকে উপাচার্য দাবি আদায়ের বিষয়ে লিখিত দিলে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ রাস্তা থেকে সরে যান। এর আগে ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকা করার দাবিতে বেলা ১১টা থেকে ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ থেকে সাইন্সল্যাবের রাস্তা অবরোধ করে রাখে। এতে করে আশেপাশে যানজটের সৃষ্টি হয়।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘উপাচার্য স্যার ৭ দিন সময় চেয়েছেন। আজকে স্যারের সঙ্গে অর্থ-মন্ত্রণালয় ও স্বাস্থ্য-মন্ত্রণালয়ের মিটিং রয়েছে, সেখান থেকে কি বার্তা আসে তারজন্য আমরা অপেক্ষা করব। তবে আমাদের কর্মবিরতি চলমান থাকবে।’
বাংলা৭১নিউজ/এসএইচবি