শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭৬ দিনে ৩ সন্ত্রাসী হামলার : চ্যালেঞ্জের মুখে বৃটেনের নিরাপত্তা ব্যবস্থা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: একের পর এক সন্ত্রাসী হামলার কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বৃটেনের নিরাপত্তা ব্যবস্থা। বিরোধী দলগুলো সরকারের কঠোর সমালোচনা করছেন। তারা বলছেন, ব্যয় কমাতে নিরাপত্তা বাহিনীর সদস্য নতুন করে নিয়োগের বদলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এতে জননিরাপত্তা এখন প্রশ্নের মুখে। গত ৭৬ দিনে তিনটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা বাহিনী বলছে, গত শনিবারের হামলার সঙ্গে ২২শে মার্চের হামলার হুবহু মিল রয়েছে। তবে হামলাকারীরা সংখ্যায় ভিন্ন ছিল। গত ২২শে মার্চ সন্ত্রাসী খালেদ মাসুদ ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর প্রথমে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয় এবং পরে গাড়ি থেকে নেমে পথচারী ও পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা করে। গত শনিবার লন্ডন ব্রিজে ঠিক একইভাবে হামলা করা হয়। ওয়েস্টমিনস্টারের হামলাকারী পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ার পর গাড়ি থেকে নেমে ছুরি নিয়ে ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা চালায় এবং তার ছুরিকাঘাতে নিহত হন একজন পুলিশ সদস্য। লন্ডন ব্রিজেও ঠিক একইভাবে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং গাড়ি থেকে নেমে তিনজন সন্ত্রাসী ছুরি দিয়ে পথচারী এবং পানশালার অতিথিদের ওপর হামলা চালায়। তাদের হামলায় নিহত হন সাতজন।
মাত্র দুই সপ্তাহ আগে ২২শে মে, ম্যানচেস্টারে এক সংগীতানুষ্ঠানে পরিচালিত হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। ওই হামলা ছিল আত্মঘাতী। পুলিশি তদন্তে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল যে, ম্যানচেস্টারের হামলাকারী ছিল একজন। গত ৭৬ দিনের ব্যবধানে তিনটি সন্ত্রাসী হামলায় নিহত হয় ৩৪ জন এবং আহত হয় অসংখ্য। বিশ্লেষকরা বলেছেন, ১৯৭৪ সালে সন্ত্রাসী হামলার পর ইংল্যান্ডে রক্তাক্ত সন্ত্রাসী হামলা হয়েছে সামপ্রতিককালে। ১৯৭৪ সালের শীতকালে সন্ত্রাসী গ্রুপ আইআরএ ভয়াবহ বোমা হামলা চালায়। তাতে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়। একের পর এক সন্ত্রাসী হামলার পরই কেবল পুলিশ বলেছে সন্ত্রাসী সম্পর্কে তাদের কাছে আগেই তথ্য ছিল। এখন প্রশ্ন উঠেছে পুলিশ আগে কেন ব্যবস্থা নেয়নি। ম্যানচেস্টারের হামলাকারী সালমান আবেদী নিরাপত্তাবাহিনীর আওতায় ছিল বলে দাবি করে পুলিশ। লন্ডন ব্রিজে হামলার পরও পুলিশ বলছে, তারা সন্ত্রাসীদের সম্পর্কে আগেই জানতো। এখন প্রশ্ন হচ্ছে তারা কেন ব্যবস্থা নেয়নি। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিক সংবাদ মাধ্যমকে বলেছেন, হামলায় অংশ নেয়া সন্ত্রাসীদের নাম দ্রুতই প্রকাশ করা হবে। পুলিশ এ নিয়ে কাজ করছে। এদিকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত সন্দেহে কমপক্ষে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্য কমানোতে সরকারের কঠোর সমালোচনা করেছে বিরোধী দল লেবার, লিব ডেম এবং ইউকেইপি। লেবার দলের প্রধান জেরেমি করবিন বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্য ছাঁটাই করে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, আমাদের প্রধান প্রাধান্য হলো জননিরাপত্তা। তিনি নিশ্চিত করে বলেন, আমি প্রধানমন্ত্রী হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে জননিরাপত্তা নিশ্চিত করতে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com