বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের সময় যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার শিকারপুর সীমান্ত থেকে আজ শুক্রুবার ভোররাতে ৭৩ কেজি (৬২৪ টি বার) ওজনের সোনার বার সহ মহিউদ্দিন (৩৫) এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক মহিউদ্দিন শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনর ছেলে। যশোর সীমান্তে এটাই সবচেয়ে বড় ধরনের সোনা আটকের চালান বলে বিজিবি জানায়।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমান সোনারবার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদের ভিওিতে বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেল বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন নাকে এক সোনা চোরাচালানীকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে ৬২৪ টি স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মুল্য ৩৫ কোটি ৭৭ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস