বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। তবে নিয়ম ভঙ্গ করলে অ্যাকাউন্ট ব্যান করতেও সময় নেয় না প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্যই এমন ব্যবস্থা হোয়াটসঅ্যাপের। এবার ভারতে ৭১ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দিলো হোয়াটসঅ্যাপ।
গত নভেম্বরে ভারতে ৭১ লাখেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। আইএএনএস রিপোর্ট জানিয়েছে, ২০২১-এর নয়া তথ্যপ্রযুক্তি আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে লাখ লাখ টাকা আর্থিক প্রতারণার খবর গত বছর বারবার উঠে এসেছে শিরোনামে। কখনো এই মেসেজিং অ্যাপে অচেনা নম্বর থেকে ভয়েস কল করে ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে তো কখনো লিংক পাঠিয়ে ম্যালওয়্যার ভরে দেওয়া হয়েছে ডিভাইসে।
এ ধরনের প্রতারণা রুখতে বদ্ধপরিকর মেটার অন্তর্ভুক্ত অ্যাপটি। সেই জন্যই এর আগেও বহু অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যে সব নম্বর থেকে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে, সেসব চিহ্নিত করেই এই পদক্ষেপ করা হয়।
নভেম্বর মাসেই রেকর্ড অঙ্কের অ্যাকাউন্ট ব্যান করেছে হোয়াটসঅ্যাপ। এমনকি কোনো ব্যবহারকারীর থেকে রিপোর্ট পাওয়ার আগেই সাড়ে ১৯ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সে মাসে ৮ হাজার ৮৪১ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবং জালিয়াতদের হাত থেকে তাদের রক্ষা করতেই এমন ব্যবস্থা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বাংলা৭১নিউজ/এসএইচ