বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে মঙ্গলবার দুপুরে আগামী ৭ই মার্চ পালন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. মনজুর হোসেনর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কলোøাল সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো. রুহুল আমিন প্রমুখ।
প্রস্তুতি সভায় আগামী ৭মার্চ সকাল ৮টায় থেকে পর্যায় ক্রমে বঙ্গবন্ধু মোড়ালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র্যা লী ও আলোচনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষনের উপর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস