বাংলা৭১নিউজ ডেস্ক: বছরের শুরুতেই চমকপ্রদ স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে টেক জায়ান্ট স্যামসাং। আগামী ১০ জানুয়ারি স্যামসাং গ্যালাক্সি এ৮ প্লাস নামের সেটটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
৬ জিবি র্যামের নতুন এই স্মার্টফোনে রয়েছে অক্টাকোর প্রসেসর। আর ক্যামেরায় মুন্সিয়ানা দেখিয়ে সেটে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সঙ্গে থাকবে ১৬ ও ৮ মেগাপিক্সেল সেন্সরযুক্ত ডুয়াল ফ্রন্ট ক্যামেরা।
৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্ট বডি।
স্মার্টফোনটির দুটি কনফিগারেশন বাজারে আসছে। একটিতে থাকছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। অন্যটিতে ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। দুটি কনফিগারেশনেই রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড প্রয়োগের সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এ৮ প্লাস হলো গ্যালাক্সি এ৮-এর পরিবর্ধিত সংস্করণ। দ্রুত চার্জিংয়ের সুবিধাসম্পন্ন ফোনটির ব্যাটারি লাইফ ৩৫০০এমএএইচ।
বাংলা৭১নিউজ/সিএইস