বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: বিকেল ৪টায় শেষ হওয়া খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলছে। ২৮৯ কেন্দ্রের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫টি কেন্দ্রে প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা জানা গেছে। ৫০টি আসনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেক পেয়েছেন ৪১১৪৩টি। আর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৮৫৫২।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। বিএনপি অভিযোগ করেছে অন্তত ৪০টি কেন্দ্র দখল করে নৌকার পক্ষে ভোট দেয়া হয়েছে। দখল ও জাল ভোট দেয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোট স্থগিত রেখেছে নির্বাচন কমিশন।
দিনভর কেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার অভিযোগ এলেও নির্বাচন কমিশন দাবি করেছে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।
নির্বাচন চলাকালে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, মারধর ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। অন্যদিকে, নির্বাচন শান্তিপূর্ণ দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনে ভরাডুবি জেনে বিএনপি অভিযোগ করছে।
বাংলা৭১নিউজ/জেএস