বাংলা৭১নিউজ,(কক্সবাজার)প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া বাজারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেটসহ রমজান আলী (২০) নামে এক যুবকরেক আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। সোমবার রাত ৯টার দিকে উখিয়া বাজারের হাসেম স্টোরে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে।
আটক রমজান আলী উখিয়ার পুর্ব ডিগলিয়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে।
র্যাব-১৫ এর কর্মকর্তা এএসপি মো. শাহ আলম জানান, উখিয়া বাজারে হাসেম স্টোর নামক দোকানে অবৈধ বার্মিজ সিগারেট ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে রমজান আলী নামে একজনকে আটকের পর তার স্বীকারোক্তি মতে তল্লাশি করে ১টি প্লাস্টিকের বস্তা এবং ৬টি কার্টন জব্দ করা হয়। তা খুলে আমদানি নিষিদ্ধ ৬৪ হাজার পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেটসহ আটক যুবককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এস.বি