দীর্ঘ পাঁচ মাস ধরে পানিবন্দি থাকায় টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজলোর প্রতাপনগর ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া দিনমজুর ও উপকূলবাসীরা। এসময় তাদরে সঙ্গে অংশ নেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে প্রতাপনগর টাওয়ার সংলগ্ন রাস্তায় পানিতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন তারা।
গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানে অস্বাভাবিক জোয়ারে ইউনিয়নের তিনটি পয়েন্টে বাঁধ ভেঙে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছেন। শুধু ঘূর্ণিঝড় আম্ফান নয় প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত হয়। তাই উপকূলের মানুষদের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণের।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন গাজীর সভাপত্বিতে শত শত বানভাসী মানুষ অংশ নিয়ে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে উপকূলের মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করছেন। আমরা এখন একটি স্থায়ী সমাধান চাই। আর তার জন্য প্রয়োজন টেকসই বাঁধ। বাঁধ মেরামতের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের হলেও তারা আজ দুর্নীতি উন্নয়ন বোর্ডে পরিণত হয়েছে। তাদের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতাই আমাদের এ অবস্থার জন্য অনেকাংশই দায়ী। এই অবস্থা চলতে থাকলে এই অঞ্চল একদিন নদী গর্ভে বিলীন হয়ে যাবে।
বাংলা৭১নিউজ/এএম