গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের গত ৫ মাসের কার্যক্রম নিয়ে জনমনে অসন্তুষ্টি আছে, ক্ষোভ আছে।”
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী এলাকায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার গ্রামের বাড়িতে তার বউ ভাতের দাওয়াতে এসে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “বাংলাদেশের মাটিতে শহীদের রক্ত এখনো শুকায়নি, আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। তবে এখনো ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকারের প্রধান কাজ হওয়া উচিত ছিল, প্রথমে গণহত্যা ও হামলাকারীদের গ্রেপ্তার করা, জাতীয় ঐক্যের ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের রাজনীতি এখনো নিষিদ্ধ হয়নি। যদি, আওয়ামী লীগ শহীদের রক্তে ভেজা মাটিতে রাজনীতি করার সুযোগ পায়, তাহলে কাল সাপ হয়ে এই জাতিকে ধ্বংস করবে।”
তিনি বলেন, “ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা ভারতের সঙ্গে যুদ্ধের সম্পর্ক চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারত বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র হওয়া সত্ত্বেও তাদের মনটা বৃহৎ বা উদার নয়।”
এসময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছেন।
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য নুর এ এরশাদ সিদ্দিকি, জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ