শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি

৫ দফা সুপারিশ,রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে খালেদা জিয়ার চিঠি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত সংস্থা গঠনসহ পাঁচ দফা সুপারিশ সম্বলিত একটি চিঠি বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কাছে পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে, এ গণহত্যা বন্ধ ও রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে মিয়ানমার সরকারের ওপর সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশ এবং ওআইসির অন্তর্ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

যুক্তরাজ্য থেকে সম্প্রতি ডাক যোগে এ চিঠি পাঠানো হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

তিনি জানান,এ চিঠি চেয়ারপারসনের নির্দেশে তার পক্ষ থেকে পাঠানো হয়েছে।

পৃথক একটি সূত্র জানিয়েছে, প্রায় একই ধরনের চিঠি ডাকযোগে খালেদা জিয়ার পক্ষ থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সংস্থার প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে,এ চিঠি দিয়েই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চুপ করে থাকবেন না বলে জানা গেছে। এ ইস্যুতে খালেদা জিয়া ও তার দল বিএনপি আরও সক্রিয় হবে। মিয়ানমারে গণহত্যা, ধর্ষণসহ নিরীহ অসহায় রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে সাবেক এ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সোচ্চার হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কূটনীতিক উইংয়ের একজন সদস্য জানান, ইতোমধ্যে খালেদা জিয়া দলের সংশ্লিষ্ট নেতাদের এ ব্যাপারে কূটনৈতিক তত্পরতা বাড়াতে নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

রোহিঙ্গা সঙ্কট নিরসনের খালেদা জিয়ার পাঁচ দফা সুপারিশের মধ্যে রয়েছে-

মিয়ানমারে রোহিঙ্গাদের বাস্তব অবস্থা নির্ধারণের জন্য জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত সংস্থা গঠন করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের অধীনে পদক্ষেপ নিতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠী জরুরি সহায়তা হিসেবে যেসব ত্রাণ পায়-এর ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নিতে মিয়ানমার সরকারকে তাগিদ দিতে হবে। রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ এবং রাখাইন রাজ্য পর্যবেক্ষণ করতে সাংবাদিক ও মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও ত্রাণ সহায়তা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের সব প্রচষ্টোয় সহযোগিতা করতে হবে। রোহিঙ্গাদের মৌলিক ও মানবিক মর্যাদা এবং শিশুদের অধিকার নিশ্চিত করতে তাদের রাষ্ট্রহীন অবস্থার ইতি ঘটাতে হবে।

বিএনপির কূটনৈতিক উইং সূত্র জানিয়েছে, উল্লেখিত সুপারিশ ছাড়াও খালেদা জিয়া রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর পরিচালিত গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের ওপর সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com