বাংলা৭১নিউজ,ডেস্ক: প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে, ইজিপ্ট এয়ারের “এম এস এইট জিরো ফোর” বিমান নিখোঁজ হয়েছে।
মিসরে বিমান কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, বিমানটিতে ৫৯ যাত্রী এবং চালকসহ ১০ ক্রু রয়েছে। বিমানটি আকাশের ৩৭ হাজার ফুট উপর দিয়ে যাচ্ছিল।
মিশরের স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে আটলান্টিক মহাসাগরের পাশে পূর্বাঞ্চলীয় এলাকা মেডিটের-রানইয়ান এলাকায় বিমানটি রাডারের সংকেত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ব্যাপারে আর বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএইস