বাংলা৭১নিউজ,ঢাকা: বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলাতেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেছেন, ৫৫ জেলায় আমরা কভিড-১৯ আক্রান্ত ব্যক্তি পেয়েছি। ঢাকা সিটির মধ্যে এখনও অনেক বেশি। ঢাকা ডিভিশনেও সবচেয়ে বেশি।
আজ বুধবার দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান।
ডা. সুলতানা বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলার বাইরে প্রথমত আছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে মোট কভিড আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। যার মধ্যে সিটি করপোরেশনেই আছে ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সুস্থ হয়েছেন ১৬ জন। সেখানে টোটাল কোয়ারেন্টাইনে আছেন ৬৮১ জন।
তিনি বলেন, ঢাকা ডিভিশনের মধ্যে ঢাকা জেলা ও নারায়ণগঞ্জ জেলার পরেই সবচেয়ে বেশি আক্রান্ত গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে। সারা দেশে আমাদের যারা আক্রান্ত তাদের মধ্যে ৭৩ শতাংশই ঢাকা ডিভিশনে।
এর আগে ব্রিফিংয়ের শুরুতেই তিনি জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৭২ জন হয়েছে।
বাংলা৭১নিউজ/এমআর