রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে না নেয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২৪ মে, ২০১৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: বিনা পরোয়ানায় ৫৪ ধারায় গ্রেফতার করার আগে সন্দেহভাজনকে পরিচয়পত্র দেখাতে ও গ্রেফতারের কারণ জানাবে পুলিশ। এ বিষয়ে ১৫ দফা নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন।

এদিকে, অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় পাবার পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

৫৪ ধারায় গ্রেফতার বিষয়ে ২০০৩ সালে দেয়া উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে পরের বছর আপিল করেন রাষ্ট্রপক্ষ। এর প্রায় ১৩ বছর পর আজ রায় দেন আপিল বিভাগ। রিটকারীর আইনজীবীরা জানান, এই রায়ের ফলে বিনা অরেন্টে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেয়ার ক্ষেত্রে হাইকোর্টের পুনর দফা নির্দেশনা মানতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘প্রথাগত ভাবে হাইকোর্টের যে নির্দেশনা ছিল তাদের আপিল ডিসমিস হওয়ার পরে আমি মনে করি এই নির্দেশনাগুলো প্রতিপালন করা রাষ্ট্রীয় কর্তব্য।’

অ্যাডভোকেট সারা হোসেন বলেন, ‘হেফাজতের বিরুদ্ধসহ যেকোনো ধরনের নির্যাতন ও অমানবিক নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই দুইটি ধারার পরিপূর্ণ ব্যাখ্যা আশা করি এ রায়ের মাধ্যমে পাবো।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে পুলিশ গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছে এবং ম্যাজিস্ট্রেট যখন রিমান্ডে দিচ্ছে।’

রায়ের পর অ্যাটর্নি জেনারেল বলেন, এ ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ীই কাজ করবে সরকার।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এক একটা ঘটনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এক এক রকম পদক্ষেপ নিতে পারে। তবে তারা যাই নেক না কেন তা আদালতের নির্দেশ অনুযায়ী নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আশা করি আদালতও আমাদের বাস্তব অবস্থাও বিবেচনায় নিবে।’

১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ৫৪ ধারায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়। পরে এই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে ব্লাস্টসহ কয়েকটি মানবাধিকার সংগঠন।

বাংলা৭১নিউজ/এসএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com