বাংলা৭১নিউজ, ডেস্ক: আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে পাকিস্তান সরকার কৃষকদের মধ্যে ৫০ লাখ মোবাইল ফোন বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের আইটি বোর্ডের চেয়ারম্যান ড. উমার সাইফ।
সাইফ বলেন, অক্টোবর মাসেই মোবাইল ফোনের প্রথম চালানটি কৃষকদের হাতে পৌঁছাবে। এই ফোনের মাধ্যমেই কৃষিখাত বিশেষজ্ঞদের পরামর্শ পৌঁছে যাবে কৃষিজীবীদের কাছে। ফসলে কীটনাশকের পরিমাণ ও ব্যবহারবিধি সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে।
ভারত এবং কেনিয়ায় বিপুল সংখ্যক কৃষিজীবী ইদানিং কৃষিখাতে স্মার্টফোন প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনড্রিক নচে ভারতের এমন একটি প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে অক্ষর জ্ঞানহীন কৃষিজীবীরাও স্মার্টফোন ব্যবহার করে সুবিধা ভোগ করতেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, কৃষকদের প্রয়োজন হয় এমন অনেক তথ্য এখনও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না।
তবে কৃষিখাতে মোবাইল প্রযুক্তির ব্যবহার শুরু হলে, ভবিষ্যতে এর অনেক সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করেছেন।
বাংলা৭১নিউজ/সিএইস