বাংলা৭১নিউজ, ডেস্ক: লক্ষ্য ছিল বড়। অন্তত ৬২৫ স্কোর করে মূল পর্বে ওঠা। কিন্তু লক্ষ্য পূরন হয়নি বাংলাদেশি শ্যুটার আব্দুল্লাহ হেল বাকির। আজ রিও অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলে ৬২১.২ পয়েন্ট করে ৫০ জনের মধ্যে ২৫ হয়েছেন তিনি। ফলে চূড়ান্ত পর্বে ওঠা সম্ভব হয়নি তার।
চূড়ান্ত পর্বে উঠেছেন ৮ জন। এ ৮ জনের মধ্যেই হবে পদক লড়াই। রাশিয়ার নিকোলো কম্প্রাইনি ৬৩০.২ পয়েন্ট করে সবার উপরে রয়েছেন । এটা বিশ্ব রেকর্ডও বটে। ভারতের অভিনব বিন্দ্রা ৬২৫.৭ পয়েন্ট নিয়ে রয়েছেন সাত নম্বরে।
বাংলা৭১নিউজ/সিএইস