বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর প্রয়োজনীয় সংস্কার বছরের মাঝামাঝিতে শেষ হবে না: সারজিস আলম হত্যাচেষ্টা মামলায় সালমান ও পলক ফের রিমান্ডে ১২ জেলায় রেজিস্ট্রার বদলির প্রস্তাব অনুমোদন ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড পুলিশ পরিচয়ে আ’লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল ৪ কমিশন টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল

৫০ ঘণ্টা অবরোধের কবলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ক্ষুব্ধ যাত্রীরা

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

গাজীপুরে টিঅ্যান্ডজেড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা দেশের ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ৫০ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন পড়েছে। ফলে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা।

সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়কের পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে রাত জেগে পালাক্রমে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে এখন পর্যন্ত অবরোধে কোনো ধরনের ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে স্থানীয় শাখা রোডগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছোট-বড় অনেক গাড়ি অপেক্ষাকৃত সরু রাস্তায় প্রবেশ করায় ওই রাস্তাগুলোতে যানজটের সৃষ্টি হয়। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

 

ইকবাল হোসেন নামে মোগরখাল এলাকার স্থানীয় এক ব্যবসায়ী বলেন, গত ৫০ বছরেও গাজীপুরে এত দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধের রেকর্ড নেই। ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে দেশের প্রায় অর্ধেক অঞ্চলের মানুষ চলাচল করে। গুরুত্বপূর্ণ মহাসড়কটি তিনদিন ধরে অবরোধ করে রাখলেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গত তিনদিন ধরে অনেক বাস ও পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান চালক-হেলপাররা চরম বিপাকে পড়েছেন। তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে আশপাশের বাড়িঘরগুলোতে ভিড় করছেন। তিনদিন ধরে অনেকে গোসল করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন।

অবরোধে থাকা সালমা আক্তার নামে এক পোশাক শ্রমিক বলেন, কারখানার মালিক প্রশাসনের মাধ্যমে আমাদের বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার তারিখ দিলেও তারা কথা রাখেনি। তাই এবার আমরা প্রশাসনসহ কারো কথাই মানবো না। আমরা আমাদের পাওনা টাকা চাই।

 

অপরদিকে সোমবার সকালে বিক্ষুব্ধ কিছু পোশাক শ্রমিক গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, চৌধুরী বাড়ি, ভোগড়া বাইপাস, চান্দপাড়া, মোগরখাল, ছয়দানা, মালেকের বাড়ি, ডেকেরচালা, সাইনবোর্ডসহ বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের তাদের আন্দোলনের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাতে থাকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসব এলাকার অন্তত ১৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, শ্রমিকরা তাদের দাবির প্রশ্নে অটল। কোনো অবস্থাতেই তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিচ্ছে না। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করি সমস্যার সমাধান হবে।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com