গার্টনারের ২০২২ ম্যাজিক কোয়াড্রান্ট ফর ফাইভজি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ফর কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডারস প্রতিবেদনে লিডার হিসেবে এরিকসনের নাম ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি, প্রকাশিত এ প্রতিবেদনে লিডার কোয়াড্রান্টে এরিকসনকে স্বীকৃতি দেয়া হয়েছে এবং কার্যকরী সক্ষমতার জন্য এরিকসনের নাম শীর্ষে রয়েছে। ২০২১ সালের প্রতিবেদনেও লিডার হিসেবে স্বীকৃতি দেয়া হয় এরিকসনকে। ২০২১ সালেই প্রথমবারের মতো কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডের জন্য ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে প্রতিবেদন করে গার্টনার।
ফাইভজি অবকাঠামো সংশ্লিষ্ট সক্ষমতার ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান যোগাযোগ সেবাদাতাদের জন্য ফাইভজি সমাধান দিচ্ছে তাদের লক্ষ্য ও কাজ করার সক্ষমতাকে স্বাধীন ও সামগ্রিকভাবে মূল্যায়ন করেন গার্টনারের বিশেষজ্ঞরা। এ খাতে ফাইভজি অবকাঠামো সংশ্লিষ্ট সক্ষমতা তুলে ধরতেই এ মূল্যায়ন করে গার্টনার।
এরিকসন ধারাবাহিকভাবে এর এন্ড-টু-এন্ড ফাইভজি সেবার মানোন্নয়ন করে চলেছে। যার মধ্যে রয়েছে: জ্বালানি সাশ্রয়ী এরিকসন রেডিও সিস্টেমের সাথে ফাইভজি আরএএন, ক্লাউড আরএএন, এরিকসন সিলিকন, ফাইভজি কোর, অর্কেস্ট্রেশন, বিএসএস এবং ফাইভজি ট্রান্সপোর্ট। প্রতিষ্ঠানটি এরিকসন স্পেক্ট্রাম শেয়ারিং, ফাইভজি ক্যারিয়ার অ্যাগ্রেগেশন অ্যান্ড আপলিঙ্ক বুস্টারের মতো উদ্ভাবনী সফটওয়্যার উন্মোচন করেছে, যা উল্লেখযোগ্যভাবে কাভারেজ, নেটওয়ার্কে ব্যবহারকারীর ডেটা ব্যবহারের সক্ষমতা ও স্পেক্ট্রাল এফিশিয়েন্সি উন্নত করবে।
বাংলা৭১নিউজ/এসএইচ