রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

৪ মাস ধরে বেতন পাচ্ছেন না কারিগরির শিক্ষকরা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

এনটিআরসির মাধ্যমে কারিগরি শাখায় নিয়োগ পাওয়া প্রায় আঠারোশ শিক্ষক চার মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে এসব শিক্ষকদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে৷ এমন অবস্থায় দ্রুত এমপিও এবং বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন তারা। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে কারিগরি শিক্ষক ফেডারেশনের ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে সারা দেশ থেকে আসা কারিগরি শিক্ষকরা অংশ নেন৷

এ সময় ‘বেতন ছাড়া কাজ করানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’, ‘বিনা বেতনে কাজ করা, চলবে না চলবে না’, ‘মানবাধিকার লঙ্ঘন করছে শিক্ষা অধিদপ্তর’, ‘মাউশি বেতন দেয় প্রতিমাস, কারিগরি বিনা বেতনে খাটায় চৌদ্দ মাস’ ‘একদফা একদাবি, এমপিও নিয়ে ফিরব বাড়ি’, ‘এমপিও প্রদানে হয়রানি, বন্ধ কর করতে হবে’ ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দিতে দেখা যায়।

সংশ্লিষ্টরা বলেন, এনটিআরসির মাধ্যমে ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগ পান প্রায় ১৮০০ শিক্ষক। যোগদানের ৪ মাস অতিবাহিত হলেও কারিগরি শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত মাত্র ৮৫ জনকে এমপিও (বেতনের সরকারি অংশ) দিয়েছে। ফলে প্রায় ১৮০০ শিক্ষক পরিবার-পরিজন নিয়ে ৪ মাস বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন৷ আমরা চাই যেন, দ্রুত এসব শিক্ষকদের এমপিও এবং যোগদান থেকে বেতনের ব্যবস্থা করা হয়।

সংগঠনটির সভাপতি রেজাউল ইসলাম বলেন, এনটিআরসির ৫ম গনবিজ্ঞপ্তিতে প্রায় দুই হাজার শিক্ষক নিয়োগ পান। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তারা চাকরিতে যোগ দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব নিয়মিত পালন করে আসছেন।

অথচ দুই হাজার শিক্ষকের মধ্যে মাত্র ৮৫ জনকে ডিসেম্বর মাসে এমপিও দেওয়া হয়েছে। যারা জানুয়ারি মাসে নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন হাতে পাবেন। আর অন্যদিকে বাকিদের যোগদান থেকে বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতন দেবেন কিনা সেটারও নিশ্চয়তা নেই।

তিনি বলেন, কারিগরি শিক্ষক ফেডারেশন এরই মধ্যে দুইবার কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে স্মারকলিপি দিয়েছে। কিন্তু বেতনের কোন অগ্রগতি হয়নি। শিক্ষকরা মানসিকভাবে এখন বিপর্যস্ত হয়ে গেছেন। স্বাভাবিকভাবে তারা পাঠদানও করতে পারছে না।

এ সময় কারিগরি শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে দুটি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে —

১. জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসির ৫ম গণবিজ্ঞপ্তিতে কারিগরি শাখায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষকদের এমপিও দিতে হবে।

২. যোগদান থেকে বেতন দিতে হবে। যাদের এমপিও হয়ে গেছে তাদের বকেয়া দিতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com