বাংলা৭১নিউজ,(মেহেরপুর)প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় খাদিজা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা খাতুন আকুবপুর গ্রামের হাঁড়ি-পাতিল ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমের বাড়ি মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক লাগোয়া। সকালে শিশু খাদিজা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের (১৪-৬০৬৭) বাসটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে খাদিজার মৃত্যু হয়।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের নম্বর সংগ্রহ করা হয়েছে। পুলিশ বাসটি আটকের চেষ্টা করছে।
বাংলা৭১নিউজ/এফএ