বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে

৪ নভেম্বর ইসির কমিশন সভা, তারপরই কি তফসিল?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর ৪ নভেম্বর কমিশন সভার আহ্বান করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র জানিয়েছে, এই কমিশন সভায় জাতীয় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সভা শেষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি। প্রথা অনুযায়ী, সিইসি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোসণা করেন। তাহলে সেই ভাষণেই কি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে? এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ভাষণের লিখিত কপি প্রস্তুত করে এরই মধ্যে সিইসির কাছে দেওয়া হয়েছে।

যদিও বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো এ ব্যাপারে লিখিত কোনো নির্দেশ পায়নি। আর তফসিল ঘোষণার দিনক্ষণ নিয়ে সরাসরি ইসির কোনো কর্মকর্তা মুখ খোলেননি। তবে সংবিধান অনুযায়ী, জাতীয় নির্বাচনের যে সময়সীমা রয়েছে, তাতে এই সময়েই মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটের বাদ্যি শুরু হওয়ার কথা।

এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সংসদীয় দলের (পার্লামেন্টারি পার্টি) যৌথ সভা অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেই সভায় নির্বাচনকালীন সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক ডেকেছে ইসি। রাষ্ট্রপতির পরামর্শক্রমে সিইসি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। অন্যদিকে চলমান দশম সংসদের অধিবেশনকেই শেষ অধিবেশন বলে উল্লেখ করা হয়েছে। সবকিছু মিলিয়ে ৪ নভেম্বরের কমিশন সভা শেষে তফসিল ঘোষণার বিষয়টি নিয়ে জোর আলোচনাই হচ্ছে।

এদিকে, কবে তফসিল ঘোষণা করা হতে পারে- এমন প্রশ্ন করা হলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম  জানান, ‘তফসিল ঘোষণা কবে করা হবে, তা এখনই বলা মুশকিল। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্যার আমাদের আজকেই বলেছেন, ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জরুরিভাবে একটি কমিশন সভার আহ্বান করা হবে। ওই কমিশন সভার পর তফসিল ঘোষণা করা হবে।’

‘তবে কত তারিখে কমিশন সভা হবে, তা আমি নিশ্চিত নই। আর ভোট গ্রহণের তারিখ কবে, তা এখনো ঠিকই হয়নি। তবে কমিশন সভার আগে ঠিক করা হয়ে যাবে,’ যোগ করেন রফিকুল ইসলাম।

কমিশন সভার বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ‘৪ নভেম্বর একটি কমিশন সভার আহ্বান করা হয়েছে।’

তবে তফসিল ঘোষণা কত তারিখে করা হবে, তা জানেন না বলেও জানান মোখলেসুর রহমান। তিনি আরো বলেন, ‘আর তফসিল ঘোষণার সময় জাতির উদ্দেশে সিইসি যে ভাষণ দেবেন, সেটা প্রস্তুত করে তাঁর কাছে দেওয়া হয়েছে। জাতির সামনেই তিনি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করবেন।’

এদিকে, গত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবের দপ্তর থেকে বিটিভি মহাপরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কে. এম. নুরুল হুদার ভাষণ সরাসরি সম্প্রচার করার জন্য বলা হয়েছে বলে ইসির দুজন যুগ্ম সচিব গতকাল বুধবার নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে বিটিভির মহাপরিচালক এস এম হারুন উর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে কি না, আমি জানি না। পাঠালে পেয়ে যাব; কিন্তু এখনো পাইনি। তা ছাড়া নির্বাচন কমিশন তথ্য মন্ত্রণালয়কেও চিঠি দিতে পারে।’

বাংলা৭১নিউজ/সূত্র:এনটিভি/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com