বাংলা৭১নিউজ, ঢাকা: চীনের বহুজাতিক টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান কুলপ্যাড। প্রতিষ্ঠানটি তাদের কুল ১ নামের একটি স্মার্টফোন আন্তর্জাতিক বাজারে আনে গতবছরের আগস্ট মাসে। এই ফোনটি এবার বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে শেষ হওয়া স্মার্টফোন এবং ট্যাব মেলায় ফোনটি প্রদর্শন করা হয়।
কুলপ্যাড কুল ১ মূলত ফ্লাগশিপ ঘরানার ফোন। ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৪০১ পিপিআই। আছে অ্যাড্রিনো ৫১০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
ডুয়েল সিমের এই ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত। ফোনটিতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ প্রসেসর। প্রসেসরের ক্লকস্পিড ১.৮ গিগাহার্জ।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ৩২ জিবি র্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। ফোনটিতে দ্বিতীয় প্রজন্মের থ্রিডি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে।
কুল ১ ফোনটির রিয়ারে আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারে ডুয়েল এলইডি ফ্লাশগান আছে। ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার।
কুলপ্যাডের আকর্ষণীয় ডিজাইনের এই ফোনটির ব্যাটারি ৪০৬০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, থ্রিজি, ইউএসবি টাইপ সি। বাংলাদেশের বাজারে ফোনটির মূল্য ২০ হাজার ৯৯০ টাকা।
বাংলা৭১নিউজ/সিএইস