সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে থেকে দুই দিন আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাইয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ওইসব এলাকায় গ্যাস থাকবে না।
এর সঙ্গে রাজধানীর গাবতলি, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
এসময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
বাংলা৭১নিউজ/এসএইচ