বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের নিবন্ধন নেই। তাই তারা মহাজোটের শরিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করবে। সারা দেশে তারা ৪৫টি আসনে প্রার্থী দেবে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান মিছবাহুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এসময় ইসলামী ঐক্যজোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মিছবাহুর রহমান চৌধুরী ঢাকা-৫ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানানো হয়েছে।
বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, একদিকে নির্বাচনি আনন্দ। অন্যদিকে আগুন সন্ত্রাসের আতঙ্ক। দেশে শান্তি ফিরিয়ে আনতে নির্বাচনের প্রয়োজন আছে। আর নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। বন্দুকের নলে সরকার পরিবর্তন হয় না। তাতে দেশে অশান্তি নেমে আসে।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে দেশে গণতন্ত্র পাকাপোক্ত হয়। এ জন্য বিএনপিকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য আলোচনার বিকল্প নেই। তবে সেই আলোচনা কোনো বিদেশি মোড়লদের দিয়ে হবে না।
মিছবাহুর রহমান বলেন, সরকার এবং নির্বাচন কমিশন ইচ্ছা করলে এই আলোচনা কিংবা সংলাপের উদ্যোগটি নিতে পারে। উভয় পক্ষ ছাড় দিয়ে সংলাপে বসলে সফল হবে।
তিনি নির্বাচনের পরিবেশ সম্পর্কে বলেন, আশা করি দ্বাদশ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্ত ভূমিকা পালন করতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করে নানাভাবে বাধা সৃষ্টি করেছে। আমরা মনে করি, বিএনপি আমেরিকার উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে তাদের সহযোগিতায় সরকারের পতন ঘটাতে চায়, যে কারণে এই বিশাল রাজনৈতিক দলটির আন্দোলন বার বার ব্যর্থ হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ