নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নদীতে নিখোঁজ শিক্ষার্থী ওসানার (১২) মরদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হাটাব এলাকার শীতলক্ষ্যা নদীর সুইচগেট ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৈা-পুলিশের পরিদর্শক মাহাবুব। এর আগে এ ঘটনায় বাল্কহেডে চালকসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
উদ্ধারকৃত শিক্ষার্থী ওসানা সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ইছাপুরা নৈা-পুলিশের পরিদর্শক মাহাবুব বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী টিম অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার সকাল ৮ টার দিকে পোড়াব এলাকার সুইচগেট ঘাট থেকে ওসানার মরদেহ উদ্ধার করে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি