বাংলা৭১নিউজ,ঢাকা: এ বছরের প্রথম হজ ফ্লাইটে ৪১৯ হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্য রওনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০০১।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে সকাল সাড়ে ৬টায় এ বছরের হজযাত্রা কার্যক্রম উদ্বোধন হয়।
হজযাত্রীদের ইমিগ্রেশন রাতেই বিমানবন্দরে সম্পন্ন করে সৌদির ইমিগ্রেশন টিম। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ হজ কার্যক্রমে কাজ তদারকি করেন।
আজ আরো কয়েকটি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। বিজি-৩১০১ বেলা সোয়া ১১টায়, বিজি-৩২০১ বিকেল সোয়া ৩টায়, বিজি-৩৩০১ সন্ধ্যা সোয়া ৭টায় ও সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত সোয়া ৮টায় হাজীদের নিয়ে যাত্রা করবে।
এবার হজ মৌসুমে সিডিউলসহ মোট ৩৬৫টি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী পরিবহন করবে। অবশিষ্ট যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
বাংলা৭১নিউজ/এফএইচ