বাংলা৭১নিউজ,(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইউসুফ তালুকদার (৭০) ও তার ছেলে আলমোর তালুকদার (৩৩)।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বেলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউসুফ তালুকদার ও তার ছেলে আলমোর তালুকদারকে আটক করা হয়েছে। আটকরা নিউপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/পিআর