বাংলা৭১নিউজ(ভোলা)প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে জহুরা বেগম নামে এক নারী আহত হয়েছেন। তিনি রংপুরের পীরগঞ্জ থানার শাহ মিয়ার স্ত্রী। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার উপজেলা থেকে ৪০ জন যাত্রী নিয়ে সিলেট আসার পথে নগরের আলমপুর এলাকায় নাজা পরিবহনে একটি বাসে (সিলেট জ ১১-০৫৮০) ব্যাটারি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসটি আলমপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএ