বাংলা৭১নিউজ,ঢাকা: ৪০ তম বিসিএস পরীক্ষায় আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। পিএসসির ইতিহাসে এটা একটা রেকর্ড। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসির অধীনে এত বিপুল আবেদন আগে কখনো পড়েনি।
৪০ তম বিসিএসের বাছাই পরীক্ষা এপ্রিল মাসে নেয়া হতে পারে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। তিনি বলেন, এ বছরের এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেওয়া যায় তার জন্য আমরা কাজ করছি।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০ তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
এছাড়া ৩৮ তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফলও এপ্রিল নাগাদ প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দেন পিএসসি চেয়ারম্যান। গত ৮ আগস্ট থেকে ১৩ আগস্ট বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিষয় ভিত্তিক পরীক্ষাও শেষ হয় প্রায় দুই মাস আগে।
এছাড়া ৩৯ তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষাও চলছে। মৌখিক পরীক্ষা শেষ হলেই চূড়ান্ত ফলাফল দেয়া হবে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
বাংলা৭১নিউজ/জেড এইচ