বাংলা৭১নিউজ,(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে ওই বাসের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা -রংপুর মহাসড়কে সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী স্পেশাল নামে বাসটি গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । এতে বাসটি রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়। এ ঘটনায় বাসচালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গোবিন্ধগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ ২০ যাত্রী আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।
বাংলা৭১নিউজ/এস.বি