মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং করেছে টাইগাররা, ২৫ রানে তুলে নিয়েছে ক্যারিবীয়দের শেষ ৪ উইকেট।
জশুয়া ডা সিলভা ৯২, এনক্রুমা বোনার ৯০ ও আলজারি জোসেফ ৮২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৭ রান করেন।
বাংলাদেশের পক্ষে পেসার আবু জায়েদ রাহি ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন।
বাংলা৭১নিউজ/এমকে