রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

৪০০ টাকার জন্য বন্ধুকে হত্যা! গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজ ওরফে আশিক (১৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০০ টাকার জন্য আশিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে কাউছার (২২), আব্দুল খালেকের ছেলে মাহমুদুল হাসান (২০) এবং রবিউল ইসলামের ছেলে সাহান (২০)। 

নিহত আশিক একই ইউনিয়নের পরানবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম বাবুলের ছেলে। সে শেরপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

মঙ্গলবার বেলা ৩টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। তিনি বলেন, কোনো এক কাজের জন্য আশিক তার বন্ধু কাউছারকে ৪০০ টাকা দেয়। কাউছার ওই টাকা আরেক বন্ধু মাহমুদুল হাসানকে দেয়। মাহমুদুল হাসান ওই টাকা খরচ করে ফেলে।

এদিকে কাজ করে দিতে না পারায় টাকা ফেরত চায় আশিক। কিন্তু টাকা দিতে টালবাহানা শুরু করলে আশিক তার এক বড় ভাইয়ের মাধ্যমে তাদেরকে চাপ দেয়। এ নিয়ে হত্যাকাণ্ডের দুই দিন আগে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশিককে হত্যার পরিকল্পনা করে তার বন্ধুরা।

গ্রেপ্তারকৃতরা অপর এক বন্ধুকে দিয়ে আশিককে কৌশলে ডেকে নেয়। পরে পায়ের রগ ও গলা কেটে হত্যা শেষে ভুট্টাক্ষেতে ফেলে রাখে।

শনিবার বিকেলে আশিক বাড়ি থেকে বের হয়ে তার বন্ধুদের সাথে স্থানীয় শাখাটিয়া মেলায় গিয়ে নিখোঁজ হয়। পরদিন বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর জংলাপুকুর এলাকায়র একটি ভুট্টাক্ষেতে আশিকের মৃতদেহ পাওয়া যায়।

থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com