ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ অযারি জাহরুমি বলেছেন, তিনটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে। আজ (শনিবার) জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেছেন, তিনটি উপগ্রহই ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে তৈরি করা হয়েছে। এর মধ্যে শরিফ বিশ্ববিদ্যালয়ের উপগ্রহটি উৎক্ষেপণের বিষয়ে সমন্বয়ের কাজ চলছে। তিনি বলেন, উপগ্রহগুলো দ্রুততম সময়ের মধ্যে মহাশূন্যের কক্ষপথে পাঠাতে চেষ্টা চালানো হচ্ছে।
ইরান থেকে নাকি অন্য কোনো দেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে তা এখনও স্পষ্ট নয়। গবেষণামূলক কাজে এসব উপগ্রহ পাঠানো হবে বলে তিনি জানান।
২০০৮ সালের এই দিনে ইরান মহাকাশে পাঠিয়েছিল তার প্রথম কৃত্রিম উপগ্রহ ‘উমিদ’ (আশা)। ইসলামী ইরান ‘উমিদ’ এর পর মহাশূন্যের কক্ষপথে ‘সাফির’ (দূত), ‘রাসাদ’ (পর্যবেক্ষণ), ‘নাভিদ’ (সুসংবাদ) ও ‘ফাজ্র’ (ভোর) নামের আরও চারটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছে। #
বাংলা৭১ নিউজ/ সূত্র:পার্সটুডে/এসএস