বাংলা৭১নিউজ,টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে এবার যাত্রীবাহী সিএনজি থেকে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে সে সময় বস্তাবন্দি ইয়াবাগুলো রেখেই পালিয়ে যায় তিন পাচারকারী। মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নেটংপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবির কাছে তথ্য ছিল নাফ নদীর তীর হয়ে সিএনজিযোগে ইয়াবা চালান কক্সবাজারে পাচার হবে। সেই সূূূত্রে কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বিশেষ টহল দল ওৎপেতে থাকে। রাতে ওইপথে একটি সিএনজি এলে বিজিবি সেটি থামায়। কিন্তু সেসময় সিএনজিচালক ও দুই আরোহী দৌড়ে পালিয়ে যায়। তবে তারা সিএনজির ভেতরে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে যায়। পরে বস্তা দুটিতে তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত অধিনায়ক কাজী মনজুরুল আলম বলেন, সিএনজিটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। ইয়াবাগুলো পরে ধ্বংস করা হবে।
বাংলা৭১নিউজ/জে আর