বাংলা৭১নিউজ,খাগড়াছড়ি প্রতিনিধি: মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে নিখোঁজ তিন বাঙালি যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এ হরতালের ডাক দেয়।
হরতালের কারণে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালের কারণে ঢাকা থেকে ছেড়ে অাসা নৈশকোচগুলো পুলিশি পাহারায় জেলা শহরে প্রবেশ করেছে। সকাল সন্ধ্যা হরতালে জেলা ও উপজেলা শহরের দোকানপাটও খোলেননি ব্যবসায়ীরা।
হরতালের সমর্থনে জেলার বিভিন্ন এলাকায় পিকেটিং করেছে হরতাল আহ্বানকারীরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গার একাধিক পয়েন্টে টায়ারে আগুন দিয়েছে বাঙালি ছাত্র পরিষদ কর্মীরা।
এদিকে হরতাল ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে মাটিরাঙ্গার নতুনপাড়া এলাকার মো. খোরশেদ আলমের ছেলে মো. সালাহ উদ্দিন (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মহরম আলী (২৭) ও আদর্শ গ্রামের বাসিন্দা ট্রাকচালক বাহার মিয়া (২৭) নিখোঁজ হন। সাত দিন অতিবাহিত হলেও এখনও তাদের কোনো সন্ধান মেলেনি।
বাংলা৭১নিউজ/পি এস