রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৯ জনের মৃত্যু ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে মামলা ৮৩৮, জরিমানা ৩৮ লাখ আমাদের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার নেই: ইসি সংস্কার প্রধান ফেনীর সাবেক এমপি হাজী রহিম উল্লাহ ধানমন্ডি থেকে গ্রেপ্তার ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা ‘উৎসব অন্ধকার থেকে আলোকের উদ্ভাসন’ ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ আপনারা না পারলে দায়িত্ব আমাদের দেন: সারজিস আলম ভারী বৃষ্টির পর মক্কায় আকস্মিক বন্যা বিএনপি নেতা হারিছ চৌধুরীর দেহাবশেষ তুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ নেত্রকোনায় বন্যায় সড়কে ক্ষতি ২০০ কোটি টাকা রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়েছে : উপদেষ্টা সাখাওয়াত পরকীয়া প্রেমিককে বিয়ে, ৬ বছর পর ফিরে আসায় প্রথম স্বামীকে খুন! সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দিয়েছে সরকার : নুর প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে যা বললেন জ্বালানি উপদেষ্টা জড়িতদের বিচার দাবিতে তাঁতীবাজারে সড়ক অবরোধ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরালো করার বার্তা যুক্তরাষ্ট্রের গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৪৯

৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন খুলনায়

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১২ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে খুলনায়। শনাক্ত ও মৃত্যুর হারও আগের চেয়ে অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালে একজনেরও মৃত্যু হয়নি। তিন মাস পর খুলনার হাসপাতালে করোনায় মৃত্যুশূন্য। এর আগে ২৫ মে খুলনার হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। 

সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।

এর আগে গত ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে খুলনার হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা রোগীর চিকিৎসায় খুলনায় সরকারি তিনটি এবং বেসরকারি দুটি মিলে পাঁচটি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য শয্যা রয়েছে ৫৬৫টি। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৩ জন।  

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে রেড জোন ও ইয়েলো জোন মিলে ২০০ শয্যা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যা, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ শয্যা, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ শয্যা এবং খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০ শয্যা রয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়েলো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে রয়েছেন ১০ জন।
 
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তার মধ্যে চারজন পুরুষ আর দুজন নারী। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন।  

বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। গতকাল ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com