২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে ৩টি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
ব্যাংকটি প্রাইভেট সেক্টর ব্যাংকিং ইন্সটিটিউশনস ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড (১ম পুরস্কার), সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স ডিসক্লোজার ক্যাটাগরিতে জয়েন্ট সিলভার অ্যাওয়ার্ড (যৌথভাবে ২য় পুরস্কার) এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড (৩য় পুরস্কার) অর্জন করেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লীতে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আব্দুল আজিজ এবং ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) সভাপতি সিএ. নিহার এন. জাম্বুসারিয়ার নিকট থেকে উক্ত পুরস্কারসমূহ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ