বাংলা৭১নিউজ, ঢাকা: নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে যে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে তা যে কেউ দিতে পারে। তাও আইন-শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহের ময়নাতদন্ত প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ময়নাতদন্তে কিছু ভুলভ্রান্তি ছিলো, দ্বিতীয় ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্প্রতি হত্যাকাণ্ডে প্রসঙ্গে কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, সাম্প্রতিক সময়ে যে ৩৭টি হত্যার ঘটনা ঘটেছে, তার মধ্যে ২৫টির সঙ্গে সরাসরি জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত।
আর আটটির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিম এবং বাকি চারটির সঙ্গে অন্যান্য জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন জড়িত। এসব ঘটনায় আইএসের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আমু বলেন, ওই সব ঘটনায় ইতোমধ্যে চারটির অভিযোগপত্র দেওয়া হয়েছে আর দুটি বিচারাধীন। ওই ৩৭টি মামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত তৎপর আছে।
বাংলা৭১নিউজ/আর