২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করলেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহাফিলে এসে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে ইমামতি করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী।
আয়োজকরা জানান, যেখানে মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন ৪০ বিঘা। ধারণ ক্ষমতা ৩ লাখ মানুষ। মাঠের পাশে আগে থেকেই ওজু, পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই তায়াইম্মুমের মাধ্যমে ওজু করে নামাজ আদায় করেন।
তবে মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে। যেখান থেকে শ্রোতারা স্কিনের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন তার বক্তব্য।
এদিকে ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাঁপাইনবাবগঞ্জে। কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে কেউবা ট্রেনে। আর অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে মাইক্রোবাসে এসেছেন। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষকে পায়ে হেঁটে আসতে দেখা গেছে।
আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক আলম বলেন, এই মাঠে ৩ লাখের বেশি মানুষ আছে। তবে ধারণা করা হয়েছে ২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি প্রথম।
বাংলা৭১নিউজ/এসএস