আগামী ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে চলছে জেলা ইজতেমার আয়োজন।
বর্তমানে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ চলছে। এরইমধ্যে শেষ হয়েছে অস্থায়ী ওজুখানা ও টয়লেট নির্মাণের কাজ। এছাড়া বিশুদ্ধ পানির জন্য বসানো হয়েছে টিউবওয়েল। ময়দানের পাশে রাখা হয়েছে পার্কিং ব্যবস্থা।
ডাক্তার রবিউল জাহান সরকার জানান, কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী তার তত্ত্ববধায়নে রাজবাড়ীতে তিন দিনব্যাপী ইজতেমার কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫ জন সাথী। তারা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট, শ্রমসহ আনুসাঙ্গিক সবকিছু দিয়ে কাজ করছেন। ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধিসহ ২ থেকে ৪ হাজার সাথীর আগমন হবে। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহরের নামাজের আগে বিশেষ বা আখেরি দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হবে রাজবাড়ী জেলা ইজতেমা।
বাংলা৭১নিউজ/বিএফ